Honda ভারতে আনছে দুর্দান্ত রেট্রো বাইক, রয়্যাল এনফিল্ড হান্টার বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় রোডস্টার বাইক হিসেবে জায়গা করে নিয়েছে। বিক্রি ও জনপ্রিয়তার দিক থেকে এটি যে কতটা সফল, তা বলার অপেক্ষা রাখে না। তবে এত সহজে প্রতিযোগিতার মাঠ ছাড়তে রাজি নয় Honda। জাপানি এই সংস্থা সম্প্রতি তাদের নতুন একটি বাইকের পেটেন্ট ফাইল করেছে, যার নাম CB190TR। বিশেষজ্ঞদের মতে, এই বাইক সরাসরি রয়্যাল এনফিল্ড হান্টারকে টক্কর দেবে।
Honda ভারতে আনছে দুর্দান্ত রেট্রো বাইক
Honda ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে ১৮৪ সিসির CB190TR বাইক বিক্রি করছে। তবে ভারতে এই বাইক এখনো আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়নি, শুধুমাত্র পেটেন্ট ফাইল করেছে কোম্পানি। কবে এটি বাজারে আসবে বা ঠিক কী ফিচার থাকবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে বাইকপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গেছে—Honda এই নতুন রেট্রো বাইক নিয়ে সরাসরি রয়্যাল এনফিল্ড হান্টারকে চ্যালেঞ্জ জানাতে আসছে!
প্রসঙ্গত, সম্প্রতি Honda তাদের BigWing লাইনআপে দুটি নতুন বাইক লঞ্চ করেছে – CBR650 এবং CB650R। এবার ছোট সিসির সেগমেন্টেও নজর দিতে চলেছে কোম্পানি। ভারতের বাজারে Honda-র CB সিরিজ বরাবরই বেশ জনপ্রিয়, যেখানে একাধিক দুর্দান্ত মডেল রয়েছে। তাই এবার CB190TR নিয়ে আগ্রহ অনেকটাই বেশি।
Honda CB190TR বাইকটি নিয়ে ইতিমধ্যেই অনেক কৌতূহল তৈরি হয়েছে। এটি রেট্রো লুকের পাশাপাশি আধুনিক ফিচারেও সমৃদ্ধ হবে। এই বাইকে রেট্রো ডিজাইন বজায় রাখা হলেও, প্রযুক্তির ক্ষেত্রে আপস করা হয়নি। এতে LCD ড্যাশবোর্ড থাকতে পারে। পারফরম্যান্সের দিক থেকেও এটি বেশ শক্তিশালী হতে চলেছে। এতে ১৮৪ সিসি সিঙ্গেল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন ব্যবহার করা হতে পারে।
নিও-রেট্রো বাইকের জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, তাতে হোন্ডা ভারতীয় বাজারে তাদের স্টাইলিশ CB190TR আনতে পারে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। যদি সত্যিই এটি ভারতে লঞ্চ হয়, তাহলে দাম প্রায় ২ লক্ষ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। আর এই দাম এটিকে সরাসরি রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০-এর প্রতিদ্বন্দ্বী করে তুলবে!