দেশজুড়ে কম পেট্রল খরচ, কম দূষণ এবং সবুজ যানবাহন ব্যবহারের আগ্রহ বাড়ছে, আর ঠিক এরই মধ্যে ভারতের বাজারে নতুন একটি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে যাচ্ছে চীনের বিওয়াইডি। ১৭ ফেব্রুয়ারি দেশের বাজারে আসছে BYD Sealion। কোম্পানির দাবি, এই গাড়িটি একবার ফুল চার্জ করলে ৫৬৭ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে। এটি আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে দেশের ইলেকট্রিক গাড়ি ইন্ডাস্ট্রিকে, এবং সবুজ পরিবহণের দিকে আরও এক নতুন পদক্ষেপ।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উল্লেখ্য, এর আগে ২০২৫ অটো এক্সপো গাড়ির মেলায় এই ইভি সামনে এনেছিল BYD। অবশেষে ভারতে সেই গাড়ি লঞ্চ করার সিদ্ধান্ত নিল চিনের কোম্পানি বিল্ড ইওর ড্রিমস। আপনি যদি গাড়িটি কিনতে আগ্রহী, তাহলে জানিয়ে রাখি, এটির বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। টোকেন মূল্য রাখা হয়েছে ৭০ হাজার টাকা।

BYD Sealion 7 ই-এসইউভির জন্য কোম্পানি বেশ কিছু আকর্ষণীয় প্রচারমূলক অফারও দিচ্ছে। ক্রেতারা পাবেন ৭ বছর/১,৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি এবং বিনামূল্যে ইনস্টলেশন-সহ ৭ কিলোওয়াট এসি হোম চার্জার। প্রথম ধাপে এই বৈদ্যুতিক এসইউভির ৭০ ইউনিট ডেলিভারি করা হবে। আর যারা জানেন না, তাদের জানিয়ে রাখি যে, BYD Sealion 7 গাড়িটি চিন এবং ইউরোপে বিক্রি হয়। এই প্রিমিয়াম এবং পারফরম্যান্স ট্রিমে উপলব্ধ ইলেকট্রিক এসইউভিটির ব্যাটারি ক্যাপাসিটি ৮২.৫৬ কিলোওয়াট আওয়ার।

BYD Sealion 7 এর পারফরম্যান্স সত্যিই চমকপ্রদ। এটি সর্বোচ্চ ৩১৩ হর্সপাওয়ার এবং ৩৮০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। গাড়িটি ৬.৭ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে, যা সত্যিই দ্রুত। এতে রয়েছে রিয়ার হুইল ড্রাইভ (RWD), এবং ফুল চার্জে এর রেঞ্জ ৫৬৭ কিলোমিটার, যা আপনাকে দীর্ঘ যাত্রায় কোনো সমস্যা ছাড়াই নিয়ে যাবে। অন্যদিকে, Sealion 7 পারফরম্যান্স ভ্যারিয়েন্টটি আরও শক্তিশালী – এটি ৫৩০ হর্সপাওয়ার এবং ৬৯০ এনএম টর্ক প্রদান করে!

অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট-সহ ১৫.৬ ইঞ্চি টাচস্ক্রিন পাবেন গাড়িতে। এছাড়া, অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ১২টি স্পিকার, অ্যাম্বিয়েন্ট লাইট, ওয়্যারলেস ফোন চার্জিং হেড-আপ ডিসপ্লে, প্রভৃতি। নিরাপত্তার দিক থেকে, ১১টি এয়ারব্যাগের পাশাপাশি ADAS স্যুট, ব্লাইন্ড স্পট ডিটেকশন, লেন ডিপার্চার অ্যাসিস্ট, ৩৬০-ডিগ্রি ক্যামেরা, ISOFIX চাইল্ড সিট মাউন্ট, হিল হোল্ড কন্ট্রোল, রিয়ার পার্কিং সেন্সর পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here