দেশজুড়ে দ্রুত গতিতে ৪জি নেটওয়ার্ক সম্প্রসারণ করছে BSNL। এই বছরের প্রথমার্ধে ১ লাখ ৪জি টাওয়ার বসানোর লক্ষ্য নিয়েছে সংস্থাটি। ইতিমধ্যে তারা ৬৫ হাজারের বেশি টাওয়ার বসিয়ে ফেলেছে। তবে শুধু নেটওয়ার্কই নয়, টেলিকম অপারেটরটি আরও সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান চালু করেছে, যাতে ব্যবহারকারীরা আরও কম খরচে ভালো সেবা উপভোগ করতে পারেন। আজ এমন একটি রিচার্জ প্ল্যানের কথা জানানো হচ্ছে, যেখানে দিনপ্রতি খরচ মাত্র ৫ টাকা!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BSNL-এর একটি উল্লেখযোগ্য প্রিপেইড প্ল্যান হল ১৮০ দিনের রিচার্জ প্ল্যান। প্রতিদিন ৫ টাকারও কম খরচে এই প্ল্যান রিচার্জ করতে পারেন। দাম ৮৯৭ টাকা। পাওয়া যাবে ১৮০ দিন বা ৬ মাস ভ্যালিডিটি। এর সঙ্গে মিলবে আনলিমিটেড আউটগোয়িং কল। এছাড়া, দিল্লি এবং মুম্বাইয়ের MTNL নেটওয়ার্ক-সহ ভারতজুড়ে বিনামূল্যে ইনকামিং কলের পাশাপাশি বিনামূল্যে রোমিং উপভোগ করতে পারবেন।

এই সুবিধাগুলির পাশাপাশি, BSNL ব্যবহারকারীদের জন্য আরও কিছু আকর্ষণীয় অফার রেখেছে। যেমন, প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএস এবং ৯০ জিবি হাই-স্পিড ডেটা, যা দৈনিক সীমা ছাড়াই ব্যবহার করা যাবে। আর যদি ডেটা সীমা অতিক্রম করেও ফেলা হয়, তবুও ব্যবহারকারীরা ৪০ কেবিপিএস গতিতে সীমাহীন ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, ভোডাফোন আইডিয়া (Vi) একমাত্র টেলিকম অপারেটর যারা ১৮০ দিনের মেয়াদ সহ প্ল্যান অফার করে। অন্য দুটি বেসরকারি টেলিকম অপারেটরদের কাছে এই ধরনের বিকল্প নেই। অন্যদিকে, BSNL তাদের গ্রাহকদের জন্য একটি দারুণ সুবিধা প্রদান করেছে – BiTV-তে বিনামূল্যে টিভি দেখার সুযোগ! এর মাধ্যমে ব্যবহারকারীরা ৪৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন, সঙ্গে রয়েছে বিভিন্ন OTT অ্যাপের সাবস্ক্রিপশনও।

সম্প্রতি বিএসএনএল দুটি ভয়েস অনলি রিচার্জ প্ল্যানও লঞ্চ করেছে। যেখানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। কিন্তু, ডেটা বা এসএমএস এর সুবিধা নেই। ৯৯ টাকা থেকে দাম শুরু এই রিচার্জ প্ল্যানগুলির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here