Apple-কে পেছনে ফেলতে পারে Xiaomi। শাওমি এখন শুধু চাইনিজ মার্কেটেই নয়, গ্লোবাল মার্কেটেও একের পর এক প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে আসছে। সংস্থাটি সম্প্রতি নিশ্চিত করেছে যে Xiaomi 15 সিরিজ আগামী ২ মার্চ ভারত সহ বিশ্ববাজারে লঞ্চ হতে চলেছে। কিন্তু চমকের বিষয় হলো, এই লাইনআপ বাজারে আসার আগেই Xiaomi 16 সিরিজ নিয়ে নতুন তথ্য ফাঁস হতে শুরু করেছে! একটি সূত্র বলছে, Xiaomi 16 Pro-এর ডিসপ্লে ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার সোশ্যাল মিডিয়া পোস্টে ফোনের নাম স্পষ্টভাবে উল্লেখ না করলেও, চীনা সংবাদমাধ্যমের অনুমান, তিনি Xiaomi 16 Pro-এর কথাই বলেছেন। রিপোর্ট অনুযায়ী, এই ফোনে থাকবে অতি পাতলা, ইউনিফর্ম বেজেল সহ ফ্ল্যাট স্ক্রিন। ডিসপ্লে হিসেবে দেওয়া হতে পারে ৬.৮৫ ইঞ্চির বিশাল LTPO OLED প্যানেল, যা 2K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট অফার করবে।

ডিজিটাল চ্যাট স্টেশন আরও জানিয়েছেন যে, Xiaomi 16 Pro-এর ডিসপ্লেতে LTPO প্রযুক্তি ব্যবহার করা হবে, যা সিমেট্রিক্যাল (প্রতিসম) এবং সরু-বর্ডার লুক নিশ্চিত করবে। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে এটি iPhone 16 Pro-এর বেজেল কন্ট্রোলকেও ছাড়িয়ে যেতে পারে! বর্তমানে iPhone 16 Pro-তে ১.৪৪ মিমি সাইড বেজেল এবং ১.৪১ মিমি টপ ও বটম বেজেল রয়েছে। শাওমির নতুন এই প্রযুক্তি সেই সীমা আরও কমিয়ে একদম নিখুঁত ফ্রেমলেস লুক দিতে পারে!

উল্লেখ্য, শাওমি অতীতে ধারাবাহিকভাবে তাদের Pro এবং Ultra ফ্ল্যাগশিপ মডেলে একই রকম ডিসপ্লে অফার করেছে। যে কারণে Xiaomi 16 Ultra ফোন ৬.৮৫ ইঞ্চি স্ক্রিনের সাথে আসতে পারে, কারণ Xiaomi 16 Pro-তেও একই পরিমাপের ডিসপ্লে থাকার কথা শোনা যাচ্ছে। Xiaomi 16 Pro এই বছরের অক্টোবরে  Snapdragon 8 Elite 2 প্রসেসর সহ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, Ultra মডেলটি ২০২৬ সালের প্রথমার্ধে একই চিপসেট সহ লঞ্চ হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here