শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে Vivo X200 Pro Mini। টিপস্টার যোগেশ ব্রারকে উদ্ধৃত করে স্মার্টপ্রিক্স জানিয়েছে, ফোনটি আগামী কয়েক মাসের মধ্যে ভারতে আসবে। উল্লেখ্য, গত ডিসেম্বরে ভিভো ভারতে Vivo X200 সিরিজ লঞ্চ করেছিল, কিন্তু তখন শুধুমাত্র X200 এবং X200 Pro মডেল দুটি বাজারে এসেছিল। এখন এই সিরিজে নতুনভাবে “মিনি” মডেল যোগ করার প্রস্তুতি নিচ্ছে ব্র্যান্ডটি। রিপোর্টে বলা হয়েছে, Vivo X200 Pro Mini সিরিজের অন্যান্য মডেলের মতো মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপ সহ আসবে এবং এতে থাকবে ৬.৩১ ইঞ্চি AMOLED ডিসপ্লে। হ্যান্ডসেটটি ৫৭০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

ভারতে Vivo X200 Pro Mini কবে লঞ্চ

রিপোর্ট অনুযায়ী, ভিভো X200 Pro Mini বছরের দ্বিতীয় কোয়ার্টারের মধ্যে ভারতে লঞ্চ হবে। যদি এই দাবি সত্যি হয়, তবে এপ্রিল থেকে জুনের মধ্যে দেশে স্মার্টফোনটি লঞ্চ হতে পারে। এটি চীনের বাইরে আত্মপ্রকাশ করা সিরিজের তৃতীয় হ্যান্ডসেট হবে। উল্লেখযোগ্য যে, ভিভো ২০২৪ সালের অক্টোবর মাসে চীনে Vivo X200 সিরিজ লঞ্চ করেছিল।

Vivo X200 Pro Mini এর বেসিক স্পেসিফিকেশন

চীনে লঞ্চ হওয়া ভিভো X200 Pro Mini মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৩১ ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। এতে থাকবে ৩ ন্যানোমিটার মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপ, ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিনওএস ৫ কাস্টম স্কিনে চলবে, তবে বিশ্ব বাজারে এটি ফানটাচওএস ১৫ এর সাথে আসবে।

ফটোগ্রাফির জন্য, ভিভো X200 Pro Mini-তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলির মধ্যে রয়েছে ৫০-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যা OIS (Optical Image Stabilization) সহ কাজ করে, ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৩x অপটিক্যাল জুম সহ পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।

ভিভো X200 Pro Mini-তে ইউএসবি টাইপ-সি পোর্টের সাথে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে। এতে ৫৭০০ এমএএইচ সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here